Skip to main content

Posts

Showing posts from December, 2017

IELTS Test in Dhaka experience sharing

আমার IELTS অভিজ্ঞতা (ব্যান্ড স্কোর 7.5)|  নির্ঝর রুথ ঘোষ -------------------------- লিসেনিং: 8.0, রিডিং: 8.5, রাইটিং: 7.0, স্পিকিং: 7.0 ... অনেকে আমার চেয়ে ভালো স্কোর করেছেন এবং করবেন। তবুও আমি অভিজ্ঞতা লিখতে বসলাম, কারণ টেস্টের রেজিস্ট্রেশন করার সময় যে ঝামেলায় পড়েছিলাম সেটা নিয়ে এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করতে চাই। আমাকে যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, সেটা জানলে হয়তো সাম্প্রতিককালে কেমন প্রশ্ন আসছে, সে সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে। তো... শুরু করছি। ------------------ টেস্টের বিস্তারিত ------------------ লিসেনিং, রিডিং এবং রাইটিং টেস্টঃ ২ ডিসেম্বর ২০১৭ সময়ঃ দুপুর ১ টা - বিকেল ৪ টা স্থানঃ বসুন্ধরা কনভেনশন সেন্টার, হল নাম্বার ৫ স্পিকিং টেস্টঃ ৩ ডিসেম্বর ২০১৭ সময়ঃ বিকেল ৪.৪০ (যদিও আমার সময় ছিল বিকেল ৫ টা এবং রিপোর্টিং টাইম ছিল ৪.৩০ । কিন্তু কেন ৪.৪০-এ টেস্ট শুরু হল, সে বিষয়ে পরে আসছি) স্থানঃ ফিউচারএড সেন্টার, আবেদীন টাওয়ার, বনানী ...................................................... টেস্ট রেজিস্ট্রেশন করার সময় ঝামেলা -----------------------...